টেলিভিশনের বিকল্প লেনোভোর ট্যাবলেট



কয়েক বছর ধরেই প্রযুক্তি জগতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটেছে। প্রযুক্তি পণ্য ব্যবহারকারীরা তাঁদের রুচি বদলে ফেলছেন, বিশেষ করে তরুণরা। টেলিভিশন থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন তাঁরা। হাতে তুলে নিচ্ছেন মোবাইল বা ট্যাবলেট।আবার অনেকে আর আগের মতো টিভিসেট পরিবর্তন করেন না। টিভির প্রতি মানুষের এই অনীহাই যেন ট্যাব নির্মাতাদের আরো আগ্রহী করে তুলেছে নতুন নতুন ডিজাইনের ট্যাব তৈরিতে। কারণ, টিভির দর্শক এখন নেটফ্লিক্স বা ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং সাইটেই বেশি সময় কাটান।
আর সে কারণেই ট্যাবগুলোকে তৈরি করা হচ্ছে টিভির বিকল্প হিসেবে। এবার লেনোভো নিয়ে এসেছে তাদের নতুন ট্যাব ইয়োগা ট্যাব-৩ প্রো। এ খবর জানিয়েছে বিশ্বখ্যাত সাময়িকী টাইমস।
১০ ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেট থাকলে আপনি আর টিভির প্রয়োজন বোধ করবেন না। কারণ, এই ট্যাবে রয়েছে ৫০-লুমেন প্রজেক্টর। ৭০ ইঞ্চি পর্দা বা দেয়ালে এটি ছবি দেখাতে পারবে! এই ট্যাব চলবে অ্যানড্রয়েড ৫ দশমিক ১ অপারেটিং সিস্টেমে।
লেনোভো ইয়োগা-৩ প্রো ট্যাবলেটটিতে রয়েছে ১০ ইঞ্চি কিউএইচডি আইপিএস ডিসপ্লে। এতে রয়েছে ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা বাড়িয়ে নেওয়া যাবে ১২৮ জিবি পর্যন্ত।
ট্যাবটিতে রয়েছে ২ জিবি র‍্যাম। এর মূলশক্তি এর শক্তিশালী ব্যাটারি। ১০ হাজার ২০০ এমএএইচ-এর ব্যাটারি একে বাজারের আর সব ট্যাবলেট থেকে এগিয়ে রাখবে।  
লেনোভো ইয়োগা-৩ প্রো ট্যাবলেটের দাম শুরু হয়েছে ৪৭৫ মার্কিন ডলার দিয়ে।
Share on Google Plus

About md sujon ali

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments :

Post a Comment

Popular Posts

Popular Posts

Find Us On Facebook

Copyright © 2016 By sopnil

Copyright © 2016 By sopnil